Ragib Rabeya High School & College
LAMAKAZI, P.O- JALALABAD, BISHWANATH, SYLHET
EIIN: 130176,   Institute Code: 1086

Principal Image

A.K.M SHIFAT ALI

Message of The Principal
Principal
A.K.M SHIFAT ALI

শিক্ষা জ্ঞান আলোক। জ্ঞানের মহিমান্বিত আলোকে শিক্ষার্থীদের কারুকার্যময় সুন্দর ভবিষ্যৎ তৈরি হয়। বর্ণিল আলোয় আলোকিত, জ্ঞানের গৌরব, মননের দিপ্তী আর সৃষ্টিমুখর তৎপরতার ঐতিহ্য ধারণ করে রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজ আপন মহিমায় অগ্রসরমান। আধুনিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যে ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে সৃজনশীল চিন্তা-চেতনা ও কল্পনাশক্তির পরিস্ফুটনের মাধ্যমে। সৃজনশীল প্রকাশ ক্ষমতাকে উজ্জীবিত করে শিক্ষার্থীকে কাঙ্খিত লক্ষ্যে উপনীত করাতে রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজ বদ্ধ পরিকর। সে লক্ষ্যে উচ্চমাধ্যমিক শ্রেণিতে একাডেমিক ক্যালেন্ডারের বাস্তবায়ন ও ডিজিটাল শ্রেণিকক্ষের প্রবর্তন করা হয়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি সকল ক্ষেত্রে অনুশীলন মনিটরিংয়ের মাধ্যমে শিক্ষার সকল সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে মেধা ও জ্ঞানের বিস্তার ঘটিয়ে রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজ তার গৌরবকে সমুন্নত রাখতে সংকল্পবদ্ধ বলে আমি বিশ্বাস রাখি। রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজ ঐতিহ্য ও গৌরবের কৃতিত্বে কীর্তিমান। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। দেশ ও জাতিকে গড়ে তোলাই সকল শিক্ষার মূল উদ্দেশ্য। সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য এবং উন্নত জীবন গড়ার জন্য সু-শিক্ষার প্রয়োজন। মানবিক মূল্যবোধ, চারিত্রিক উৎকর্ষ ও মনুষ্যত্ব বিকাশের জন্য এবং বর্তমান বিশ্বে টিকে থাকার জন্য সু-শিক্ষা অতীব প্রয়োজন।