শিক্ষা জ্ঞান আলোক। জ্ঞানের মহিমান্বিত আলোকে শিক্ষার্থীদের কারুকার্যময় সুন্দর ভবিষ্যৎ তৈরি হয়। বর্ণিল আলোয় আলোকিত, জ্ঞানের গৌরব, মননের দিপ্তী আর সৃষ্টিমুখর তৎপরতার ঐতিহ্য ধারণ করে রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজ আপন মহিমায় অগ্রসরমান। আধুনিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যে ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে সৃজনশীল চিন্তা-চেতনা ও কল্পনাশক্তির পরিস্ফুটনের মাধ্যমে। সৃজনশীল প্রকাশ ক্ষমতাকে উজ্জীবিত করে শিক্ষার্থীকে কাঙ্খিত লক্ষ্যে উপনীত করাতে রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজ বদ্ধ পরিকর। সে লক্ষ্যে উচ্চমাধ্যমিক শ্রেণিতে একাডেমিক ক্যালেন্ডারের বাস্তবায়ন ও ডিজিটাল শ্রেণিকক্ষের প্রবর্তন করা হয়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি সকল ক্ষেত্রে অনুশীলন মনিটরিংয়ের মাধ্যমে শিক্ষার সকল সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে মেধা ও জ্ঞানের বিস্তার ঘটিয়ে রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজ তার গৌরবকে সমুন্নত রাখতে সংকল্পবদ্ধ বলে আমি বিশ্বাস রাখি। রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজ ঐতিহ্য ও গৌরবের কৃতিত্বে কীর্তিমান। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। দেশ ও জাতিকে গড়ে তোলাই সকল শিক্ষার মূল উদ্দেশ্য। সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য এবং উন্নত জীবন গড়ার জন্য সু-শিক্ষার প্রয়োজন। মানবিক মূল্যবোধ, চারিত্রিক উৎকর্ষ ও মনুষ্যত্ব বিকাশের জন্য এবং বর্তমান বিশ্বে টিকে থাকার জন্য সু-শিক্ষা অতীব প্রয়োজন।